স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর খ্যাত মেহেরপুর পৌরসভা সহ এখানকার পশ্চাতপদ জনগোষ্ঠীকে মাননীয় প্রধান মন্ত্রীর ২১ শতকের রুপকল্প তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর পৌরবাসীকে আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য পৌর ডিজিটাল সেন্টার (পূর্বের পৌর তথ্য ও সেবা কেন্দ্র) প্রতিষ্ঠা করা হয়েছে। জানামতে বাংলাদেশে এটিই তৎকালীন প্রথম পৌর তথ্য ও সেবা কেন্দ্র। অত্র পৌরসভার পৌর ডিজিটাল সেন্টার প্রথমে ০২টি ডেক্সটপ কম্পিউটার নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে ১টি ল্যাপটপ সহ ১২ টি কম্পিউটার রয়েছে। মেয়র মহোদয় এটিকে আরও উন্নত করতে তাঁর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এক নজরে পৌর তথ্য ও সেবা কেন্দ্র (পিআইএসসি), মেহেরপুর পৌরসভা।
সেবা সমূহ | * জন্ম - মৃত্যু নিবন্ধণ * পাবলিক পরীক্ষার ফলাফল * অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি * অনলাইনে জমির পর্চার আবেদন * সরকারি ফরম পূরণ * জীবন বীমা সুবিধা * মোবাইল ব্যাংকিং * ইমেইল, ইন্টারনেট, ভিডিও কলিং * কম্পিউটার প্রশিক্ষণ, কম্পোজ ও প্রিন্ট * ছবি তোলা, প্রিন্ট, ফটোকপি ও স্ক্যান * অনলাইনে চাকুরীর তথ্য ও আবেদন * বিদ্যুতের বিল পরিশোধ * মাটি পরীক্ষা ও সার সুপারিশ * কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য তথ্য * এছাড়াও জীবন ও জীবিকাভিত্তিক তথ্য এবং শতাধিক সেবা প্রদান করা হয়। |
আসবাবপত্র ও যন্ত্রপাতি | (১) ডেক্সটপ কম্পিউটার- ১২টি (২) ল্যাপটপ-০১টি (৩) কম্পিউটার ল্যাব-০১টি (৪) চেয়ার-২০টি (৫) ডিজিটাল ক্যামেরা-০১টি (৬) ডিজিটাল ভিডিও ক্যামেরা-০১ (৭) মাল্টিমিডিয়া প্রজেক্টর-০১ (৮) স্ক্যানার-০১টি (৯) ডিজিটাল ফটোকপি মেশিন- ০১টি (১০) লেজার প্রিন্টার-০১টি (১১) টেলিফোন সেট-০১টি (১২) আলমিরা-০১টি (১৩) বুক সেলফ- ০১টি (১৪) বিভিন্ন প্রকার বই-১১৪টি (১৫) মিনি ফটো ল্যাব-০১টি (১৬) ডিজিটাল ডিসপ্লে বোর্ড- ০২টি |
যোগাযোগ | মোঃ সানোয়ার হাসান, উদ্দোক্তা, পৌর ডিজিটাল সেন্টার, মেহেরপুর পৌরসভা, ফোন-০৭৯১-৬২৪৪৩ (এক্স-১২১), মোবাইল- ০১৭১৩৪১৩৮৫৯, ই-মেইল- hasandipu@gmail.com, Skype: hasandipu1 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস