থাকব না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “সংকল্প” কবিতার সেই লাইন আজ জীবণ উত্তোরণে প্রধান অঙ্গীকার হয়ে দাড়িয়েছে। যান্ত্রিকতার এ যুগে প্রতি মুহুর্তে নিজেদেরকে প্রযুক্তি নির্ভর হতে হচ্ছে। তাই আজ যান্ত্রিকতা ও প্রযুক্তি ছাড়া আমাদের জীবন আজ অর্থহীন। তাই আধুনিক বিজ্ঞানমনস্ক ও তথ্যপ্রযুক্তি নির্ভর জীবন গঠনের কথা চিন্তা করে মেহেরপুর পৌরসভা ফ্রি-ওয়াইফাই সেবা চালু করেছে। পৌর তথ্য ও সেবা কেন্দ্রে (পিআইএসসি) থেকে নিয়ন্ত্রন করা হচ্ছে এই ওয়াইফাই সেবা। পৌর তথ্য ও সেবা কেন্দ্রে (পিআইএসসি) বসানো হয়েছে সার্ভার। পাশাপাশি পৌরসভার বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য, জাতীয় দিবসের বিভিন্ন তথ্য, সরকারী তথ্য সহ প্রতিদিন সয়ংক্রিয় ভাবে পাঁচ ওয়াক্ত আযান প্রচারের জন্য এই তথ্য ও সেবা কেন্দ্রে পৌর সাউন্ড কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হয়েছে।
পিআইএসসি থেকে এক কিলোমিটার এর মধ্যে এই ফ্রি ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে। এই সুবিধা চালু হওয়ার পর থেকে প্রতিদিন প্রচুর যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী পৌর তথ্য সেবা কেন্দ্র সহ পৌর ক্যাম্পাসে ভীড় করছে ফ্রি ইন্টারনেট সুবিধা গ্রহণের জন্য। এ সেবার মাধ্যমে জনগন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে দেশে বিদেশে বসবাসরত সকলের সাথে যোগাযোগ, বিশ্বের যে কোন প্রান্তের খবরা খবর, খেলাধূলা, গুরুত্বপূর্ন ডকুমেন্টস, গবেষনা ও উচ্চ শিক্ষায় সহায়িকা তথ্য ও পাঠ্যবই ডাউনলোড- আপলোড সহ তথ্য প্রযুক্তি নির্ভর সমস্ত সুবিধা মুহুর্তে গ্রহণ করা যাবে। যা সরকারী বেসরকারী কাজে শিক্ষার্থী, গবেষকদের জ্ঞানচর্চায়, পড়ালেখায়, সামাজিক যোগাযোগ, সাংবাদিকতায় গতি সঞ্চার সহ এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। আজ গর্বিত মেহেরপুবাসী, গর্বিত পৌর তথ্য ও সেবা কেন্দ্র (পিআইএসসি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস