Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আমঝুপি নীলকুঠি
বিস্তারিত

 

  

মেহেরপুরের ঐতিহাসিক জায়গা আমঝুপির নীলকুঠি, আমঝুপীতে অবস্থিত । এটি মেহেরপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।  এই নীলকুঠিটি দেখার জন্য প্রতিদিন প্রচুর ভ্রমন পিপাসুর সমাগত ঘটে । বাস,অটোরিকসা ও অন্যান্য যানবাহনে সড়ক পথে যাওয়া যায় ।বতমানে এটি মেহেরপুর সদর উপজেলা প্রশাশন দেখাশুনা করে। পরিচযার অভাবে এর ঐতিহা প্রায়ই বিলুপ্তির পথে।

ইংরেজ আমলে এখানে  নীল চাষ করা হতো। যারা নীল চাষ করত না তাদের উপর অত্যাচার করত ইংরেজরা। এ এলাকার অধিবাসীদের তাদর জমিতে নীল চাষ করা ছিল বাধ্যতামুলক। যারা নীল চাষ করত না তাদের উপর চলত অমানুষিক অত্যাচার ।যারা নীল চাষ করত না তাদেরকে ইংরেজদের দিতে হতো নীলকর। এ রকম কথাও শুনা যায় যে, যারা নীল চাষ করত না তাদেরকে ধরে এনে এই নীলকুঠির ভিতরে ইংরেজরা অমানুষিক অত্যাচার করত।