Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিসি ইকোপার্ক, আমঝুপি, মেহেরপুর সদর
স্থান

আমঝুপি বাজারের সন্নিকটে।

কিভাবে যাওয়া যায়

মেহেরপুর থেকে ৬ কিঃ মিঃ দূরে অবস্থিত। রিক্সা/ অটোরিক্সা/ বাস/ মাইক্রোবাস/ মোটরসাইকেল/বাইসাইকেলযোগে যাওয়া যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

আমঝুপি ডিসি ইকো পার্ক ৬২.৫৪ একর জায়গা নিয়ে গঠিত তবে সীমানার অভ্যন্তরে অতিরিক্ত ৩.৬১ একর জায়গা ঐতিহিাসিক আমঝুপি নীলকুঠি অবস্থিত যা বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন। এ ইকো পার্কেরদক্ষিণ ও পশ্চিমে রূপসী কাজলা নদী বহমান। ইকো পার্ক গঠনের প্রথম ধারণা ও নির্দেশনা পাওয়া যায় খুলনা বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার মহোদয় জনাব মো: আব্দুস সামাদের নিকট হতে। জেলা প্রশাসক, মেহেরপুর জনাব পরিমল সিংহের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মঈনুল হাসানের উদ্যোগে ২০১৬ সালে আমঝুপি ডিসি ইকোপার্ক আনুষ্ঠানিক যাত্রা সূচনা করে।