মেহেরপুর পৌরসভা তথ্য ও প্রযুক্তিতে অনেক অগ্রসর হয়েছে। মেহেরপুর পৌরসভা ২০০৬ সাল থেকে হিসাব, কর আদায়, ট্রেড লাইসেন্স ও পৌর পানির বিল কম্পিউটারাইজড করেছে। পৌর করেরবিল, ট্রেড লাইসেন্স বিল ও পানির বিল সফটওয়্যার ডাটা এন্ট্রি করা হয় এবং বিল জেনোরেট এর মাধ্যমে প্রিন্ট করে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়, এবং ব্যাংকের মাধ্যেম টাকা কালেকশন করা হয়। এছাড়া মেহেরপুর পৌরসভায় ইতোমধ্যে অন-লাইন জন্ম ও মৃত্যু নিবন্ধণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে পৌর নাগরিকের সকল জন্ম ও মৃত্যু তথ্য অন-লাইনে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। জনগণ অন-লাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে এবং তার আবেদনের অবস্থা সম্পর্কে অন-লাইনে জানতে পারবে। এজন্য www.bris.lgd.gov.bd/pub এ ভিজিট করতে করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS