মেহেরপুরের সদর উপজেলা পরিষদের পাশ দিয়ে ভৈরব নদী বয়ে গেছে। এই নদীটি ভারত থেকে এসেছে এবং চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর সাথে মিশে গেছে। এক সময় এই নদীতে প্রচুর পানি থাকত এবং প্রচুর মাছ পাওয়া যেত। লোকজন নৌকায় আসা-যাওয়া করত। কিন্তু এখন আর পানিও নাই,মাছও নাই। এখন এই নদীতে ধান চাষ করা হয়। নদীটি শুকিয়ে মৃতপ্রায়। ভৈরব নদীর গজনে এক সময় এখানকার মানুষের ঘুম ভাংত। কিন্ত এখন দেখলে সেইসব কথা বিশ্বাস করা অসম্ভব।
তাই মেহেরপুরের সদর উপজেলার ঐতিহ্য মৃতপ্রায় ভৈরব নদীর দৃশ্য ব্যানারে স্থান দেওয়া হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS