Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

উপজেলা পরিচিতিঃ

মেহেরপুর বাংলাদেরে সবচেয়ে ক্ষুদ্রতমজেলা। আয়তনে ক্ষুদ্রতম হলেও এজেলায় অনেক গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এটি বাংলাদেশের একটি সীমামত্মর্বতী জেলা। এজেলা তিনটি উপজেলার সমন্বয়ে গঠিত যার মধ্যে দ্বিতীয় বৃহত্তম উপজেলা মেহেরপুর সদর। মেহেরপুর সদর উপজেলা ২৩৪০ উত্তর অক্ষাংশ থেকে ২৩৫২ উত্তর অক্ষাংশ এবং ৮৮৩৪ পুর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৮৪৭ পুর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত । মেহেরপুর সদর উপজেলা উত্তরে গাংনী উপজেলা ও ভারত, দক্ষিণে মুজিবনগর উপজেলা পুর্বে গাংনী উপজেলা ও চুয়াডাংগা জেলা এবং পশ্চিমে ভারত দ্বারাবেষ্টিত । বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ১৭৬৫ সালে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করায় সময় থেকেই নদীয় তথামেহেরপুর ইংরেজ বেনিয়াদের শসনাধীনে চলে যায়। ১৭৮৭ সালে নদীয়াকে জেলা করা হয়া । ১৮৫৭ সালেমেহেরপুর সদর, করিমপুর, গাংনী তেহট্র ও চাপড়ামোট ০৫ টি থানার সমন্বয়ে মেহেরপুরকে নদীয়া জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত করা হয় । ১৯৪৭ সালের ১৪ আগষ্ট দেশ বিভাগের পর মেহেরপুর কেবল মাত্র ০২টি থানার মহকুমায় রুপান্তরিত হয়। অতঃপর স্বাধীনতা পরবর্তী ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারী মেহেরপুরকে একটি স্বতন্ত্র জেলা হিসাবে স্বীকৃত দেওয়া হয়। তখন মেহেরপুর সদর ও গাংনী এই দুটি মাত্র উপজেলা নিয়ে এ জেলার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারী মেহেরপুর সদর উপজেলাকে বিভক্ত করে মুজিবনগর উপজেলা সৃষ্টি করা হয়।