Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

ক্রঃ নং

নাম

জন্মতারিখ ও জন্মস্থান

মন্তব্য

দরবেশ মেহেরুল্লাহ

মেহেরপুর

মেহেরপুর জেলার নামকরণ দরবেশ মেহেরুল্লাহ এর নাম অনুসারে করা হয়।

তিনি ছিলেন মেহেরপুরের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব।

বলরাম হাড়ীঁ

৩১অগ্রহায়ণ ১২৫৭ বঙ্গাব্দ মেহেরপুর।

তিনি হাড়ীঁ সম্প্রদায়ের প্রবক্তা ও প্রখ্যাত মরমী সাধক।

তিনি বৌদ্ধ ধর্মানুযায়ী আধ্যাত্নিক জ্ঞান অর্জন করে

মেহেরপুর মালো পাড়ায় ধর্ম প্রচারে নিজেকে ব্রত করেন।

ড. মোঃ মোজাম্মেল হক

৩মার্চ ১৯৩৯ মেহেরপুর জেলার রাইপুর গ্রামে

তিনি একজন প্দার্থ বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৬১ সালে এমএসসি ডিগ্রী লাভের পর ১৯৬৭ সালে

ইল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জনাব ফরহাদ হোসেন

১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ জুন মেহেরপুরে

জনাব ফরহাদ হোসেন ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ জুন মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছহিউদ্দীন বিশ্বাস । তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দে এম.এন.এ. (জাতীয় পরিষদের সদস্য) ছিলেন । এ ছাড়াও  তিনি ১৯৭৩ ও ১৯৮৬ খ্রিষ্টাব্দে সংসদীয় আসন ৭৩ মেহেরপুর-১-এর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । তিনি ১৯৭৫ খ্রিস্টাব্দে বাকশাল ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন । তিনি বৃহত্তর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন । বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী মরহুম ছহিউদ্দীন বিশ্বাস মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । তিনি মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজক ও সংগঠক ছিলেন ।

ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্ত্বে এম. এ. ডিগ্রি লাভ করেন । তিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন । তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, মেহেরপুর জেলা শাখার সভাপতি । তিনি দশম ও একাদশ জাতীয় সংসদের সংসদীয় আসন ৭৩ মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর)-এর নির্বাচিত সংসদ-সদস্য। বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি দশম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মুদ্রাপাচার-সংক্রান্ত উপকমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য ছিলেন । তাঁর স্থায়ী ঠিকানা: বাড়ি নং ২৭৮-০০, সড়ক নং ০/৩, মেইন রোড, বোসপাড়া, মেহেরপুর পৌরসভা, মেহেরপুর । বর্তমান ঠিকানা: ৩৯/এ বেইলি রোডস্থ মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ১নং ভবনের ৩য় তলা (পূর্বাংশ) । তাঁর ফেসবুক পেজ: Farhad Hossain MP, ই-মেইল: stateminister@mopa.gov.bd / farhadh798@gmail.com মোবাইল +৮৮০১৭১৫১১১৫১০ 

তাঁর সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি । তাঁরা সামিন ও মাহিন নামের দুই সন্তানের গর্বিত পিতা-মাতা ।

 

মোঃ জয়নাল আবেদীন

মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামে

তিনি একজন রাজনীতিবিদ। ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ৭৩মেহেরপুর-১ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতহয়েছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বলিষ্ঠ সৈনিক হিসেবে সশস্ত্রযুদ্ধে অংশগ্রহণ করেন।