Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বারদী হর্টিকালচার
বিস্তারিত

১৯৭৩ খ্রি: সনে উদ্যান উন্নয়ন বোর্ড বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য শস্য উইং এর আওতায় সেন্টারটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। হর্টিকালচার সেন্টারটি মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের পার্শ্বে বারাদি বাজার হতে ০১ (এক) কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হর্টিকালচার। এই হর্টিকালচার সেন্টারের মোট জমির পরিমাণ ২৭.৪৭ একর। তন্মধ্যে ২৪.২৭ এর আবাদ যোগ্য এবং অবশিষ্ট ৩.২০ এর জমি অফিস, রাস্তা ও পুকুর ইত্যাদি। মহাসড়ক হতে পাকা রাস্তার মাধ্যমে যোগাযোগ করা যায়। হর্টিকালচার সেন্টার, বারাদি, মেহেরপুর পুষ্টি চাহিদাপূরণ ও অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন এ প্রতিষ্ঠান হতে মান সম্পন্ন উন্নত জাতের ফল, ফুল, মসলা ফসল এবং সজ্বীর চারা, কলম ও বীজ উৎপাদন ও বিতরণ করছে। বীজ ও চারা কলম উৎপাদন বিষয়ে চাষীদের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ফল, ফুল, মসলা ফসল এবং সজ্বীর আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে যথেষ্ট ভুমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের সহযোগিতায় ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে অত্র এলাকায় শতাধিক উন্নতমানের নার্সারী স্থাপিত হয়েছে। যার ফলে অত্র এলাকার কৃষকদের নার্সারীর মাধ্যমে আত্নকর্মসংস্থান ও অর্থনৈতিক সচ্ছলতা এসেছে।