Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মেহেরপুরের পৌরসভার কৃত্তিম ঝরনা
বিস্তারিত

মেহেরপুরের পৌরসভাটি শহরের প্রানকেন্দ্রে অবস্থিত। ঠিক শহরের মাঝখানে অবস্থিত। পৌরসভাটির সৌন্দয বৃদ্বির জন্য বিভিন্ন কলাকৌশলীর আশ্রয় নেওয়া হয়েছে। পৌরসভাটির প্রাধান গেটের পশ্চিম পাশে এই কৃত্তিম পানির ঝরনাটি অবস্থিত। এই কৃত্তিম পানির ঝরনাটি ছোট ছোট ছেলেমেয়েদের কাছে খুবই আকষনীয়। প্রতিদিন বিকাল বেলায় এই কৃত্তিম পানির ঝরনাটি ছাড়া হয়। তখন দেখতে খুবই ভাল লাগে। তাই প্রতিদিন বিকাল বেলায় প্রচুর দশনাথী ভীড় জমায় এটি দেখার জন্য। যখন এটি ছাড়া হয় তখন হিমছড়ির কথাই মনে হবে। এই কৃত্তিম পানির ঝরনায় বিভিন্ন রকমের মাছ ছাড়া হয়েছে। দেখতে খুবই ভাললাগে। পুকুরের মধ্যে কৃত্তিম বক তৈরী করা আছে, দেখলে মনে হয় যেন বক মাছ শিকার করছে। পুকুরের উপর পাথর দিয়ে ঝরনা তৈরী করা। পুকুরের উপর ঝড়-জঙ্গল জন্মেছে। ঝড়-জঙ্গলের মধ্য দিয়ে ঝরনার পানি পুকুরে নেমে আসে। এই দশ্যটি দেখতে খুবই মনোরম।