Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সবুজ ধান খেতের দৃশ্য
বিস্তারিত

এই সবুজ ধান ক্ষেতের দৃশ্যটি মেহেরপুর সদর উপজেলা পরিষদের পাশের একটি জমির পাকা ধানের দৃশ্য। যা দেখলে মন জুড়িয়ে যায়। ধান বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল। বাঙলির প্রাধান খাদ্য ভাত এই ধান থেকে পাওয়া যায়। এর অভাবে দেশে হাহাকার পড়ে যায়। ধানের সাথে আর কোন কৃষিজাত দ্রবের তুলনা হয় না ।

 কচিকচি ধান গাছ যখন শীষ নিয়ে পানির ওপর মাথা তুলে উঠে, তখন মনে হয় পৃথিবী সবুজ আস্তরনে ঢাকা পড়ে গিয়েছে। তারপর আশ্বিন-কাতিক মাসে ধান পেকে উঠলে সূযকিরনে তার সোনালী আভা কী অপরুপই না দেখায়। ধানের ক্ষেতের ওপর যখন বাতাসের দোলা লাগে তখন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পযন্ত ঢেউয়ের শিহরণ জাগে। এমন দৃশ্য দেখে কবি মোহিত হয়ে লিখেছেন "এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে"।